
বিশেষ প্রতিবেদক:
বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন।

বৃহস্পতিবার দেশটির আরদ শহরে স্থানীয় সময় বিকেল ৪ টায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল আহমেদ, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, নূরুল ইসলাম নূর, শহীদুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন মো. সাকিব, ফরহাদ, অভি, লেয়াকত, এনাম সহ বাহরাইনে অবস্থানরত সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।

উপস্থিত সবাই নতুন এইব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

এসময় “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর স্বত্বাধিকারী চট্টগ্রামের কৃতী সন্তান হোসাইন মো: ইলিয়াছ এবং হুসাইন মো: ফিরোজ আগত অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।

আগত অতিথিরা জানান বিদেশের মাটিতে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে; যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে।

পরিশেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।




