নিজস্ব প্রতিবেদক:
বাহরাইনে বিভিন্ন দেশের নাগরিক ও বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশে পালিয়ে এসেছেন মমিনুল ইসলাম নামের এক প্রতারক।
এ ঘটনায় রবিবার দেশটির আরদ শহরের হালিম কাইফান রেস্টুরেন্টে প্রতারক মমিনুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রবাসীরা।
প্রতারক মমিনুল ইসলাম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে।
ভুক্তভোগীরা জানান, বাহরাইনে কিছু সদস্য মিলে একটি সমিতি চালু করেন সমিতির দায়িত্বে ছিলেন প্রতারক মমিনুল ইসলাম।
বিভিন্ন দেশের প্রবাসীদের কাজ থেকে সমিতি নাম করে এবং বিভিন্ন কায়দায় টাকা ধার নেয় প্রতারক।
প্রবাসীদের ৩০ হাজার বাহরাইনি দিনার,বাংলাদেশের প্রায় ১ কোটি টাকা পরিশোধ না করেই বাহরাইন থেকে পালিয়ে দেশে চলে আসেন তিনি।
ভুক্তভোগীরা, দেশের বাড়িতে খোঁজখবর নেওয়া শুরু করলে প্রতারক মমিনুল ইসলাম দেশ থেকে সৌদি আরবে চলে যায় বলে জানা যায়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বদিউল আলম বাবুল বলেন, সকল সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে আইনি সহায়তায় প্রতারক মমিনুল ইসলামের নিকট থেকে আত্মসাত করা অর্থ উদ্ধারে বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যেন আর কোনো বাংলাদেশি না করে সে জন্য সবাইর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রবাসীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী, মো. স্বপন হাজারী, মাঈন উদ্দিন মজুমদার, কাজী রোমন, আব্দুল হালিম,
ফকরুল ফরায়েজী, মনছুর আলম, খুরশিদ আলম, মোস্তফা কামাল, খোকন, শেখ নাছের,
রিয়াদ উদ্দিন, এমরান খান সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।