আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


বিপদগ্রস্থ ৩২ জন যাত্রীর জন্য ফ্রি হোটেল ও খাবারের ব্যবস্থা করেন রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম

নিউজ ডেস্ক:

আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, বাহরাইনে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বাহরাইন সরকার ২৪ মে ২০২১ খ্রিঃ তারিখ হতে বাহরাইনে প্রবেশ কেবলমাত্র বৈধ রেসিডেন্ট পারমিটধারীদের জন্য সীমাবদ্ধ করা হয়েছে। প্রত্যেক যাত্রীকে ফ্লাইটের সময়ের ৪৮ ঘণ্টার ভিতর সম্পন্নকৃত (কিউআর কোড সম্বলিত) পিসিআর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং ১০ দিন কোয়ারেন্টাইন থাকার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

কোয়ারেন্টাইন সময়সীমা যাপনের জন্য যাত্রীর নিজের নামে বাহরাইনের যেকোন ফ্ল্যাট/বাড়ীর এগ্রিমেন্ট পেপার, ইলেক্ট্রিসিটি বিল-এর কপি প্রদর্শন করতে হবে অথবা বাহরাইন সরকার ও হেলথ মিনিস্ট্রি কর্তৃক অনুমোদিত হোটেল-এ ১০ দিন বুকিং-এর প্রমাণপত্র দেখাতে হবে পাশাপাশি যাত্রীকে বাহরাইন বিমানবন্দরে পৌঁছার পর ০২ টি করোনা টেস্টের জন্য ৩৬ দিনার পরিশোধ করতে হবে।

গতকাল ২৪ মে ২০২১ খ্রিঃ তারিখে গালফ এয়ার ও শ্রীলঙ্কান এয়ার যোগে আগত প্রায় ১৬০ জন বাংলাদেশি যাত্রী নিজের নামে ফ্ল্যাট/বাড়ীর এগ্রিমেন্ট, ইলেক্ট্রিসিটি বিল-এর কপি বা হোটেল বুকিং-এর প্রমাণপত্র না থাকায় বিড়ম্বনার শিকার হন। পরবর্তীতে তাঁদের অনেকেই নিজেদের আত্মীয়-স্বজন, পরিচিতজন, বন্ধু বা সহকর্মীদের সহযোগিতায় নির্ধারিত হোটেলে বুকিং সম্পন্ন করে এয়ারপোর্ট থেকে বের হওয়ার অনুমতিপ্রাপ্ত হন। উদ্ভূত পরিস্থিতিতে গালফ এয়ার যোগে আগত বিপদগ্রস্থ ৩২ জন যাত্রীর জন্য রাষ্ট্রদূত-এর ঐকান্তিক প্রচেষ্টায় ফ্রি হোটেল-এর ব্যবস্থা করা হয়। দীর্ঘক্ষণ বিমানবন্দরে অবস্থানকালীন সময়ে তাঁদের জন্য দূতাবাস খাবারের ব্যবস্থা করে।

এমতাবস্থায়, বাহরাইনে উদ্দেশ্যে আগত সকল যাত্রীদের বাহরাইন সরকারের নিয়মাবলী অনুসরণ করে নির্ধারিত হোটেলে ১০ দিনের বুকিং-এর প্রমাণপত্রসহ এয়ারপোর্টে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এবং বাহরাইনের বিভিন্ন ব্যক্তি/সংগঠন যারা বাহরাইন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত/নির্দেশনাবলী জনস্বার্থে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকেন, তাঁদেরকে সাধারণ প্রবাসীদেরকে বিভ্রান্ত না করে অত্যন্ত সতর্কতার সাথে এজাতীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সূএ বাংলাদেশ দূতাবাস


Top