আজ || শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


বিপদগ্রস্থ ৩২ জন যাত্রীর জন্য ফ্রি হোটেল ও খাবারের ব্যবস্থা করেন রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম

নিউজ ডেস্ক:

আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, বাহরাইনে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বাহরাইন সরকার ২৪ মে ২০২১ খ্রিঃ তারিখ হতে বাহরাইনে প্রবেশ কেবলমাত্র বৈধ রেসিডেন্ট পারমিটধারীদের জন্য সীমাবদ্ধ করা হয়েছে। প্রত্যেক যাত্রীকে ফ্লাইটের সময়ের ৪৮ ঘণ্টার ভিতর সম্পন্নকৃত (কিউআর কোড সম্বলিত) পিসিআর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং ১০ দিন কোয়ারেন্টাইন থাকার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

কোয়ারেন্টাইন সময়সীমা যাপনের জন্য যাত্রীর নিজের নামে বাহরাইনের যেকোন ফ্ল্যাট/বাড়ীর এগ্রিমেন্ট পেপার, ইলেক্ট্রিসিটি বিল-এর কপি প্রদর্শন করতে হবে অথবা বাহরাইন সরকার ও হেলথ মিনিস্ট্রি কর্তৃক অনুমোদিত হোটেল-এ ১০ দিন বুকিং-এর প্রমাণপত্র দেখাতে হবে পাশাপাশি যাত্রীকে বাহরাইন বিমানবন্দরে পৌঁছার পর ০২ টি করোনা টেস্টের জন্য ৩৬ দিনার পরিশোধ করতে হবে।

গতকাল ২৪ মে ২০২১ খ্রিঃ তারিখে গালফ এয়ার ও শ্রীলঙ্কান এয়ার যোগে আগত প্রায় ১৬০ জন বাংলাদেশি যাত্রী নিজের নামে ফ্ল্যাট/বাড়ীর এগ্রিমেন্ট, ইলেক্ট্রিসিটি বিল-এর কপি বা হোটেল বুকিং-এর প্রমাণপত্র না থাকায় বিড়ম্বনার শিকার হন। পরবর্তীতে তাঁদের অনেকেই নিজেদের আত্মীয়-স্বজন, পরিচিতজন, বন্ধু বা সহকর্মীদের সহযোগিতায় নির্ধারিত হোটেলে বুকিং সম্পন্ন করে এয়ারপোর্ট থেকে বের হওয়ার অনুমতিপ্রাপ্ত হন। উদ্ভূত পরিস্থিতিতে গালফ এয়ার যোগে আগত বিপদগ্রস্থ ৩২ জন যাত্রীর জন্য রাষ্ট্রদূত-এর ঐকান্তিক প্রচেষ্টায় ফ্রি হোটেল-এর ব্যবস্থা করা হয়। দীর্ঘক্ষণ বিমানবন্দরে অবস্থানকালীন সময়ে তাঁদের জন্য দূতাবাস খাবারের ব্যবস্থা করে।

এমতাবস্থায়, বাহরাইনে উদ্দেশ্যে আগত সকল যাত্রীদের বাহরাইন সরকারের নিয়মাবলী অনুসরণ করে নির্ধারিত হোটেলে ১০ দিনের বুকিং-এর প্রমাণপত্রসহ এয়ারপোর্টে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এবং বাহরাইনের বিভিন্ন ব্যক্তি/সংগঠন যারা বাহরাইন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত/নির্দেশনাবলী জনস্বার্থে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকেন, তাঁদেরকে সাধারণ প্রবাসীদেরকে বিভ্রান্ত না করে অত্যন্ত সতর্কতার সাথে এজাতীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সূএ বাংলাদেশ দূতাবাস


Top