আজ || সোমবার, ২৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!       মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে ১৭১ জন       বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা    
 


সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী’র সব সম্পত্তি ক্রোকের নির্দেশ

অনলাইন ডেস্ক :

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রীর চট্টগ্রাম ও কক্সবাজারের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে জেলা প্রশাসকের কাছে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার(২৯ জুন) সকালে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

গত বছরের ২৩শে আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয় ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে অর্জিত অর্থ গোপন করার জন্য চট্টগ্রামের পাথরঘাটা এলাকার একটি ছয়তলা বাড়ি শ্বশুরের নামে তৈরি করে প্রদীপ। এছাড়া আয়কর রির্টানে তার স্ত্রী চুমকির কমিশন ব্যবসা এবং বোয়ালখালীতে লিজ নেয়া পাঁচটি পুকুরে মাছের ব্যবসার যে আয় দেখানো হয়েছে তাও ভুয়া বলে উল্লেখ করে দুদক।

গত বছরের ৩১শে জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আসামিদের ১২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ওসি প্রদীপ তা দেননি।


Top