আজ || শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. স্বপন মজুমদার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনস্থ বাংলাদেশ স্কুলের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির সহযোগীতায় ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে স্থানীয় সময় বিকেল ৫ টায় এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়

সভায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও লেবার কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায়

সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মো. হারুনুর রশিদ, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মইজ চৌধুরী সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ

আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।

মেলায় থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস সামগ্রী সহ সব ধরনের স্টল।

প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে।

এতে অন্যান্য আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি দিন থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় পুরষ্কারের র‌্যাফেল ড্র।

মেলায় প্রবেশ ফি ১ দিনার নির্ধারণ করা হয়েছে। মেলা থেকে অর্জিত অর্থ স্কুলের অবকাঠামোগতসহ উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।

এ ব্যাপারে রাষ্ট্রদূত বাহরাইন প্রবাসী সব বাংলাদেশির সহযোগিতা কামনা করেন।


Top