আজ || শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি

{"data":{"pictureId":"75daf4c0c455421eae7a6ecb2cd2914f","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

মো.স্বপন মজুমদার:
১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছে ফেনী ইউনিভার্সিটি। শনিবার (২৯ নভেম্বর) ক্যাম্পাস প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে শহরের মিজান রোডের সামনে থেকে একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিজান রোড এ শেষ হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাছির উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান আবদুর রইছ কাইজার, ট্রেজারার মোহাম্মদ এনায়েত উল্লাহ, মেহেরাজুল করিম মানিক,

আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ট্রেজারার মো. সোহরাব হোসেন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, আয়োজক কমিটির আহ্বায়ক আলী আকবর সিয়াম, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় আমরা একটি লক্ষ্যই সামনে রেখেছিলাম ফেনী ও পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা। আজ ১৩ বছরে এসে আমরা দেখতে পাচ্ছি সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আমাদের সামনে আরও অনেক পথ, আরও অনেক সম্ভাবনা। বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ধন্যবাদ।

প্রসঙ্গত, ফেনী ইউনিভার্সিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস ফেনী জেলার বারাহিপুরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি নভেম্বর ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক বেসরকারি স্থানে স্থায়ী ক্যাম্পাসের কাজ চলমান রয়েছে।


Top