আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় মাংস প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ 

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় মাংস প্রক্রিয়াজাতকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রশিক্ষণ কক্ষে রাজস্ব অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন
এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা এর  সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: মোজাম্মেল হক।


বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাকিবুল ইসলাম। এসময় উপজেলার ২৫ জন প্রক্রিয়াজাতকারী এ প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে জুনোটিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, পরিবেশ দূষণ ও সংরক্ষণ, প্রাণি কল্যাণ আইন, অসুস্থ পশুর মাধ্যমে রোগ বিস্তার/ ছড়ানোর পদ্ধতি, সুস্থ এবং অসুস্থ পশু চেনার উপায়, রোগ নির্ণয় ও এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশনে জবাইকারী ও মাংস বিক্রেতাদের করণীয়, জবাই ও মাংস বিক্রয় কেন্দ্রের নিয়ম কানুন ও জলাতঙ্ক, তড়কা, ব্রুসেলোসিসসহ বিভিন্ন রোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে পশু জবাই, স্বাস্থ্য পরীক্ষাসহ নিয়ম মেনে জবাই, বিজ্ঞান ভিত্তিক ও স্বাস্থ্য সম্মত উপায়ে পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস প্রস্তুত ও জবাই পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


Top