বাহরাইনের স্পীকারের সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস আমন্ত্রিত হয়ে বাহরাইন কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভের স্পীকারের স্বনামধন্য মজলিস ভিজিট করেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স উক্ত মজলিসে বাহরাইনের মাননীয় স্পীকার আহমেদ বিন সালমান আল মুসাল্লামের সাথে সাক্ষাৎ হয়। তিনি সাক্ষাৎকালে তার সাথে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।