আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

আবদুল্লাহ আল মামুন:
সারাদেশের ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ২৭,০০০ জন শিক্ষার্থীকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে দাগনভূঞা উপজেলায় পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য়o পর্যায়) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার (১০ জুন) বিকেলে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের স্থাপিত শেখ রাসেল স্কুল অব ফিউচারের
শেখ রাসেল রোবটিক্স কর্ণারে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল হক।


উপজেলা আইসিটি অফিসার মোঃ মহসিনের সভাপতিত্বে ও পাইথন প্রোগ্রামিং ট্রেইনার মোঃ শাহরিয়ার জামান আবিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ এনায়েত উল্যাহ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহীন। এছাড়াও বক্তব্য রাখে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী সাফিন শাহরী। এসময় প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ কোর্সের বই ও ব্যাগ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষনে ৬টি ব্যাচে মোট ৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন।


Top