আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর ছাগলনাইয়ায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভিডিপি সদস্যদের ব্রিফিং

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং দিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী।

রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী জানান, ভিডিপি সদস্য-সদস্যাগণকে যথাযথভাবে আইনশৃংখলা রক্ষায় পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন মহোদয়ের নির্দেশনা মোতাবেক ব্রিফিং দেওয়া হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ৩০ জন ভিডিপি সদস্য-সদস্যা। এরমধ্যে পুরুষ ২০ জন ও মহিলা ১০ জন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মাসুদ পারভেজ ও প্রশিক্ষিকা মাহমুদা আক্তার।


Top