আজ || বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে মডেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত       ফেনীতে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে জেলা বিএনপি       ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে       ৬০ দিনের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী       ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া       দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার    
 


ইউনিভার্সিটি অব বাহরাইনের প্রেসিডেন্ট প্রফেসর রিয়াদ হামজার সাথে রাষ্ট্রদূতের বৈঠক

বিশেষ প্রতিনিধি :

ইউনিভার্সিটি অব বাহরাইনের প্রেসিডেন্ট প্রফেসর রিয়াদ হামজার সাথে রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম এর সঙ্গে ইউনিভার্সিটি অব বাহরাইন এর প্রেসিডেন্ট প্রফেসর রিয়াদ হামজার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো: রবিউল ইসলাম।নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূতকে বাহরাইনে স্বাগত জানান প্রফেসর হামজা। সৌজন্য সাক্ষাতে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। রাষ্ট্রদূত এর প্রস্তাব অনুযায়ী, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটি অব বাহরাইনের মধ্যে পারস্পরিক গবেষণা ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রমসহ স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম আয়োজন করতে প্রেসিডেন্ট আগ্রহ প্রকাশ করেন।রাষ্ট্রদূত ড. নজরুল বাহরাইন ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর অধীনে ‘পরিবেশ ও টেকসই উন্নয়ন’ বিষয়ে একটি পিএইচডি প্রোগ্রাম চালু করার প্রস্তাব দিলে প্রেসিডেন্ট সাগ্রহে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।

বঙ্গবন্ধুর জীবনী এবং বাংলাদেশের সমৃদ্ধ কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাস বিষয়ক কিছু বই বিশ্ববিদ্যালয়কে উপহার দেয়ার ব্যাপারেও রাষ্ট্রদূত তার পরিকল্পনা প্রকাশ করেন। রোহিঙ্গা সংকট বিষয়ে বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন নিয়েও রাষ্ট্রদূত তার কাছে প্রস্তাব পেশ করেন।এছাড়াও ইউনিভার্সিটি অব বাহরাইনে বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীদের ভর্তির চলমান সংকট নিরসনে পদক্ষেপ নিতে রাষ্ট্রদূত প্রফেসর হামজাকে আহ্বান জানান এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি তালিকা প্রদান করেন। এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস প্রদান করেন প্রফেসর হামজা। বৈঠক শেষে রাষ্ট্রদূত প্রফেসর হামজাকে বাংলাদেশের কারুশিল্পের নিদর্শন হিসেবে বাংলাদেশে তৈরি একটি পিতলের নৌকা সৌজন্য উপহার দেন। প্রফেসর হামজাও তাঁর বিশ্ববিদ্যালয়ের একটি ক্রেস্ট রাষ্ট্রদূতকে উপহার দেন।


Top