আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


ইউনিভার্সিটি অব বাহরাইনের প্রেসিডেন্ট প্রফেসর রিয়াদ হামজার সাথে রাষ্ট্রদূতের বৈঠক

বিশেষ প্রতিনিধি :

ইউনিভার্সিটি অব বাহরাইনের প্রেসিডেন্ট প্রফেসর রিয়াদ হামজার সাথে রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম এর সঙ্গে ইউনিভার্সিটি অব বাহরাইন এর প্রেসিডেন্ট প্রফেসর রিয়াদ হামজার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো: রবিউল ইসলাম।নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূতকে বাহরাইনে স্বাগত জানান প্রফেসর হামজা। সৌজন্য সাক্ষাতে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। রাষ্ট্রদূত এর প্রস্তাব অনুযায়ী, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটি অব বাহরাইনের মধ্যে পারস্পরিক গবেষণা ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রমসহ স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম আয়োজন করতে প্রেসিডেন্ট আগ্রহ প্রকাশ করেন।রাষ্ট্রদূত ড. নজরুল বাহরাইন ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর অধীনে ‘পরিবেশ ও টেকসই উন্নয়ন’ বিষয়ে একটি পিএইচডি প্রোগ্রাম চালু করার প্রস্তাব দিলে প্রেসিডেন্ট সাগ্রহে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।

বঙ্গবন্ধুর জীবনী এবং বাংলাদেশের সমৃদ্ধ কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাস বিষয়ক কিছু বই বিশ্ববিদ্যালয়কে উপহার দেয়ার ব্যাপারেও রাষ্ট্রদূত তার পরিকল্পনা প্রকাশ করেন। রোহিঙ্গা সংকট বিষয়ে বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন নিয়েও রাষ্ট্রদূত তার কাছে প্রস্তাব পেশ করেন।এছাড়াও ইউনিভার্সিটি অব বাহরাইনে বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীদের ভর্তির চলমান সংকট নিরসনে পদক্ষেপ নিতে রাষ্ট্রদূত প্রফেসর হামজাকে আহ্বান জানান এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি তালিকা প্রদান করেন। এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস প্রদান করেন প্রফেসর হামজা। বৈঠক শেষে রাষ্ট্রদূত প্রফেসর হামজাকে বাংলাদেশের কারুশিল্পের নিদর্শন হিসেবে বাংলাদেশে তৈরি একটি পিতলের নৌকা সৌজন্য উপহার দেন। প্রফেসর হামজাও তাঁর বিশ্ববিদ্যালয়ের একটি ক্রেস্ট রাষ্ট্রদূতকে উপহার দেন।


Top