আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


ফেনীর দাগনভূঞায় জাতীয় যুব দিবসে নানা আয়োজন

আবদুল্লাহ আল মামুন:
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে দাগনভূঞা উপজেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদপত্র, শপথ পাঠ, ও প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা বিতরণ করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবেদিতা চাকমা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া, দুধমুখা নবউত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী মমতাজ উদ্দিন মিলন,

দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়ারপুর মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী হোসনে আরা কাউসার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কাওছার উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, যুব সংগঠক সাইফ উদ্দিন আহমেদ ও আত্মকর্মী আবু হাসান। এছাড়াও সাংবাদিক, আত্মকর্মী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, উদ্দোক্তা, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের রোগমুক্তি কামনা করে বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সকলকে কাজ করতে হবে। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়।

অনুষ্ঠানে ৭ জন যুবক ও যুব মহিলাদের মধ্যে ৭ লাখ টাকা যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ ও ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা প্রদান করা হয়।শেষে দিবসটি উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে।


Top