
বিশেষ প্রতিবেদক:
যথাযোগ্য মর্যদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে “জুলাই বিয়ন্ড বর্ডার্স” এবং “রেমিটেন্স যোদ্ধা দিবস” উদযাপন করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন।

সোমবার স্থানীয় সময় বিকেল ০৪: টায় দূতাবাসের কনস্যুলেট হলরুমে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, (এনডিসি) এর সভাপতিত্বে

ও দূতাবাসের তৃতীয় সচিব মামুনুর রশিদ তালুকদারের পরিচালনায় এবং মো. শোয়েব হুসানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশ সরকার ঘোষিত রেমিট্যান্স যোদ্ধা দিবসের অনুষ্ঠানটি শুরু হয়।

আলোচনা পর্বের শুরুতে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান এ.কে.এম মহিউদ্দিন কায়েস, দূতাবাসের প্রথম সচিব মো. ইলিয়াছুর রহমান এবং দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান এবং বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ,

রেমিটেন্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন সকল জুলাই-আগষ্ট শহীদদের এবং আত্মত্যাগকারী সৈনিকদের। তিনি বাংলাদেশ ও বাহরাইন উভয় দেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রবাসীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

জুলাই বিপ্লব স্মরণে আলোচনায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

রেমিট্যান্স যোদ্ধা দিবস ও জুলাই বিপ্লব স্মরণে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট, প্রবাসীদের ভূমিকা,গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের নানা গল্প তুলে ধরে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

অনুষ্ঠানে ২০২৪-এর জুলাই-আগষ্ট আন্দোলনে রেমিট্যান্স যোদ্ধাদের অসামান্য ভূমিকার উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় যেখানে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদান ও প্রবাসীদের জন্য সরকার কর্তৃক গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
পরিশেষে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়াও মোনাজাত করা হয়।