বিশেষ প্রতিবেদক:
বাহরাইনে সিলেট বিভাগীয় বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
শুক্রবার দেশটির রিফা শহরের করাচি দরবার হল
রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সভার আয়োজন করা হয়।
বাহরাইনের প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল আহমেদ কে আহবায়ক
এবং মোহাম্মদ রানা কে সদস্য সচিব করে ৩১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বাহরাইনে সিলেট বিভাগের বসবাসরত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের অনুমতি ক্রমে তাদের এ পদে মনোনীত করেন।
পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল বাছিত আসিদ, মোঃ নাছির উদ্দীন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ চিকন আহমেদ, মোঃ রেজান আহমেদ, মোঃ আবুল হোসেন, মোঃ মুজিবুর রহমান, মোঃ সাব্বির মিয়া সহ অনেকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলো…..
১/মোঃ সোহেল আহমেদ, আহ্বায়ক
২/মোঃ আকবর আলী, যুগ্ম আহ্বায়ক
৩/মোঃ জগলু আহমেদ, যুগ্ম আহ্বায়ক
৪/মোঃ মাসুৃম আহমেদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক
৫/মোঃ ফরহাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক
৬/মোঃ মির জাহান, যুগ্ম আহ্বায়ক
৭/মোঃ শাহিন আল মামুন, যুগ্ম আহ্বায়ক
৮/মোঃ শাফিউর রহমান, যুগ্ম আহ্বায়ক
৯/মোঃ আমির উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক
১০/মোঃ নুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক
১১/মোঃ রানা, সদস্য সচিব
১২/আবদুল করিম তালুকদার, সদস্য
১৩/এম, এম, এ শামীম, সদস্য
১৪/মোঃ জুয়েল মিয়া, সদস্য
১৫/মোঃ নওশাদ আলী, সদস্য
১৬/মোঃ বখতিয়ার আহমেদ, সদস্য
১৭/মোঃ আজমল মিয়া, সদস্য
১৮/মোঃ দুলু মিয়া, সদস্য
১৯/মোঃ মোফাজ্জল হোসেন, সদস্য
২০/মোঃ মাসুম আহমেদ, সদস্য
২১/সৈয়দ জাবের আহমেদ, সদস্য
২২/মোঃ ইদ্রিচ মিয়া, সদস্য
২৩/মোঃ জসিম উদ্দিন, সদস্য
২৪/মোঃ সায়েম আহমেদ, সদস্য
২৫/মোঃ জাকির আহমেদ, সদস্য
২৬/মোঃ ফুল মিয়া খান, সদস্য
২৭/মুন্না আহমেদ, সদস্য
২৮/জুনায়েদ আহমেদ, সদস্য
২৯/মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য
৩০/মোঃ আবুল কাসেম, সদস্য
৩১/মোঃ মাসুদ মিয়া, সদস্য।