আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

{"data":{"pictureId":"c21f1efff33241a589ed753844c1b409","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের আইন বিষয়ক সম্পাদক এমবি জালাল উদ্দীনের সুস্থতা কামনা এবং বিজনেস ফোরাম বাহরাইনের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সরকারের শশুর দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শোক সভার আয়োজন করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন।

বৃহস্পতিবার দেশটির আলী বুরি শহরে বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হল রুমে স্থানী সময় রাত ৯টায় বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে এই দোয়া ও শোকসভায় ইয়াছিনুর রহমানের পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

সভায় বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকারের সভাপতিত্বে

ও মিজানুর রহমানের পরিচালনায়।

সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আবুল কালাম আজাদ,

সিনিয়র সহ সভাপতি মোকবুল আহমেদ, উপদেষ্ঠা গিয়াসউদ্দিন মিয়াজি,

উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন, উপদেষ্টা কামাল আহমেদ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদদীন,

এতে আরও উপস্থিত ছিলেন আবুল বাসার, প্রকৌশলী হুমায়ুন, জয়নাল আবেদীন, মোহাম্মদ সালাহউদ্দিন, বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম বাবু,

ইয়থ ক্লাবের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইয়াং এসোসিয়েশন সভাপতি নাজির আহমেদ,

কুমিল্লা প্রবাসী কল্যান ফোরামের সিনিয়র সহসভাপতি মামুন আবদুস সাত্তার, ১০ নং গল্লাই প্রবাসী কল্যান পরিষদের সভাপতি শরিফুল ইসলাম।

আল মারুফ, কামাল উদ্দিন, মোঃ সোহেল, কামাল আহমেদ ,মো. রনি, জসিম মকবুল আহমেদ, রবিউল ইসলাম, কাসেম বেপারী, ফজলুল হক সহ বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, সাংবাদিক, ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

 

সভাশেষে এমবি জালাল উদ্দীনের সুস্থতা কামনা এবং আক্তারুজ্জামান সরকারের শশুরের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top