আজ || মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

{"data":{"pictureId":"af32e23695664401aeb24056e38cbd7c","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ প্রতিরোধ) ডা. সুনন্দ সেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান মজুমদার, ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসিম হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন, গণ অধিকার পরিষদ সভাপতি মোহাম্মদ ইউছুফ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক, দাগনভূঞা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র দাস, ছাত্র প্রতিনিধি প্রিন্স মাহমুদ আজিম, সাজ্জাদ হোসেন ফাহিম, মোঃ শাহরিয়ার মান্নান ও আবদুল আউয়াল সজিব প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মী, সরকারি দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা বলেন, শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা অপরিহার্য। পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


Top