আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"ads_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"56bb058b1be6410da8ad36827eecd552","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ভিডিপি (পুরুষ-মহিলা) ১০ দিন মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসিম হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তারসহ আনসার সদস্যরা।

প্রশিক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের সামাজিক অপরাধ, অপপ্রচার ও অপকর্ম চিহ্নিত করা এবং সেগুলো প্রতিহত করতে ভিডিপি সদস্যদের ভূমিকা, দেশের স্বাধীনতা রক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কে ধারণা, মানব নিরাপত্তা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা সম্পর্কে ধারণা, কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা, আনসার ভিডিপির মানবসম্পদ উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা ও অনুশীলন, সফল উদ্যোক্তা হওয়ার যোগ্যতা ও কলাকৌশল সম্পর্কে ধারণা, এছাড়াও নৈতিকতা, শিষ্টাচার ও উত্তম চর্চা সম্পর্কে ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদান করা হয়েছে।

১০ দিন মেয়াদি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় পুরুষ মহিলাসহ ৮৫ জন ভিডিপি সদস্য অংশ নেন।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কার্যক্রম গত ৭ সেপ্টেম্বর শুরু হয়। ১৮ সেপ্টেম্বর সম্পন্ন হয়। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।


Top