
বিশেষ প্রতিবেদক:
বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি বিশিষ্ঠ ব্যাবসায়ী মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিক এর আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেন বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইন।
শুক্রবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত ৯ টায় দেশটির কে সিটি বিসনেস সেন্টারের হল রুমে
পবিএ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজার সভাপতিত্বে ও জাকির মিয়াজী এবং মো. শাহ্ আলমের যৌথ পরিচালনায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমেদ, কাজী আলী হায়দার, মাজহারুল হক নয়ন, আব্দুল কাদের মজুমদার, মোহাম্মদ হোসেন, সৈয়দ সুরমান মিয়া, এম এ হাসেম, মোহাম্মদ কয়েছ আহমেদ সহ বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, সাংবাদিক, ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সভাশেষে মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিক এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।