আজ || শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা    
 


কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন

{"data":{"pictureId":"9285b7fcf4b84c26bde3a211bac9bc8d","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

বিশেষ প্রতিবেদক:

কুমিল্লা সদর- ৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেন কুমিল্লা- ৬ সদর উপজেলা জাতীয়তাবাদী ফোরাম বাহরাইন শাখা।

বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা ভিলেজ বাংলা রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় নেতাকর্মীরা বলেন, দলের জন্য নিবেদিত, সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতাদের মনোনয়ন থেকে বঞ্চিত করায় বিএনপির আপামর কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

প্রবাসী নেতাকর্মীরা বলেন, আমাদের প্রাণের দাবি- দেশনায়ক তারেক রহমান দলের স্বার্থে, তৃণমূলের স্বার্থে এবং জনগণের স্বার্থে কুমিল্লা- ৬ সদর আসনে ঘোষিত মনোনয়ন অবিলম্বে বাতিল করবেন।

বিএনপির তৃণমূল ও সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরবে। অন্যথায় এ আসনটি ধানের শীষের জন্য চিরতরে হারানোর ঝুঁকিতে পড়বে। নেতাকর্মীদের দাবি, কুমিল্লা–৬ আসনে ত্যাগী, গ্রহণযোগ্য এবং শ্রমীচেতন রাজনীতিক হিসেবে হাজী ইয়াছিনই হচ্ছেন এলাকার মানুষের পছন্দের প্রার্থী।


হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন কে “সৎ, ত্যাগী ও এলাকার উন্নয়ন–বান্ধব নেতা” হিসেবে তুলে ধরে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

 

কুমিল্লা-৬ আসনে তরুণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের জায়গায় হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে তাঁকে মনোনয়ন দিতে হবে।

তারুণ্যের নেতৃত্ব, পরিবর্তনের আশা ও নতুন প্রজন্মের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন কে মনোনয়ন দেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, বাহরাইন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হাজারী। কুমিল্লা সদর উপজেলা জাতীয়বাদী প্রবাসী ফোরামের সিনিয়র সহ সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আসলাম আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. সজিব আহম্মেদ, এাণ ও পুনবাসন বিষয়ক সম্পাদক ইব্রাহিম মুন্সি,

বাহরাইন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিজানুর রহমান, বাহরাইন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, মানামা মহানগর যুবদলের সভাপতি রোমান আহমেদ সহ অনেকে।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দীর্ঘায়ু কামনা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের এবং ২৪শের ছাএ জনতার গণ অভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।


Top