
বিশেষ প্রতিবেদক:
বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।
শুক্রবার দেশটির রিফা শহরের নায়লা আল-নাশমি ইভেন্টস হলে করা হয় এর আয়োজন। এ ক্যাম্পের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে দূতাবাস টীম ছাড়াও বাহরাইনের ট্রাফিক ডিপার্টমেন্টের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি নিজে কনস্যুলার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে বিদেশী অতিথি এবং বাংলাদেশী প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাস কর্তৃক এ ধরনের সচেতনতামূলক সেমিনারের আয়োজনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বাহরাইনের সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সেমিনারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশীদের উদ্দেশ্যে সচেতনতামূলক পরামর্শ প্রদানের জন্য দূতাবাসের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মকর্তাগণ উক্ত সেমিনার ও কনস্যুলার ক্যাম্পে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সচেতনতামূলক সেমিনার ছাড়াও দূতাবাস মোবাইল কনস্যুলার সার্ভিস ক্যাম্পের আয়োজন করে, যাতে বাহরাইনের রিফা, আলী এবং আশেপাশের এলাকার প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধনসেবা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার এবং শ্রম কল্যাণ সেবা খুব সহজে গ্রহণ করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ উক্ত সেমিনারে অংশ নেন এবং ক্যাম্পে দেওয়া বিভিন্ন সেবা গ্রহণ করেন। আগত প্রবাসীরা দূতাবাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, এ ধরনের প্রবাস বান্ধব কনসুল্যার সেবা বাহরাইনের বিভিন্ন স্থানে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে প্রদান করা হবে।