
বিশেষ প্রতিবেদক:
কুমিল্লা সদর- ৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেন কুমিল্লা সদর উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স শাখা।

রবিবার দেশটির একটি রেস্তোরাঁয় করা হয় এর আয়োজন। নেতাকর্মীরা বলেন, দলের জন্য নিবেদিত, সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতাদের মনোনয়ন থেকে বঞ্চিত করায় বিএনপির আপামর কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

প্রবাসী নেতাকর্মীরা বলেন, আমাদের প্রাণের দাবি- দেশনায়ক তারেক রহমান দলের স্বার্থে, তৃণমূলের স্বার্থে এবং জনগণের স্বার্থে কুমিল্লা- ৬ সদর আসনে ঘোষিত মনোনয়ন অবিলম্বে বাতিল করবেন। বিএনপির তৃণমূল ও সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরবে। অন্যথায় এ আসনটি ধানের শীষের জন্য চিরতরে হারানোর ঝুঁকিতে পড়বে। নেতাকর্মীদের দাবি, কুমিল্লা–৬ আসনে ত্যাগী, গ্রহণযোগ্য এবং শ্রমীচেতন রাজনীতিক হিসেবে হাজী ইয়াছিনই হচ্ছেন এলাকার মানুষের পছন্দের প্রার্থী। হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন কে “সৎ, ত্যাগী ও এলাকার উন্নয়ন–বান্ধব নেতা” হিসেবে তুলে ধরে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

কুমিল্লা-৬ আসনে তরুণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের জায়গায় হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে তাঁকে মনোনয়ন দিতে হবে। তারুণ্যের নেতৃত্ব, পরিবর্তনের আশা ও নতুন প্রজন্মের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন কে মনোনয়ন দেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলন লেখিত বক্তব্য রাখেন পাঠ করেন
সংগঠনের সভাপতি আব্দুল হান্নান।

এসময় উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলার পাঁচ নং জোরকানন ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মোতালেব হোসেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল সহ নির্বাচনি এলাকার নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দীর্ঘায়ু কামনা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের এবং ২৪শের ছাএ জনতার গণ অভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।