আজ || শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন    
 


গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০

{"data":{"pictureId":"e992e6fb0f644636b058d6a8dc8d4007","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

বিশেষ প্রতিবেদক:

ফেনীর দাগনভূঁইয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সিলোনিয়া ও বেকেরবাজার গণসংযোগ করে তুলাতুলি বাজারে গণসংযোগ করতে যাওয়ার সময় পৌরসভার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেছেন, জেলা বিএনপির নেতাদের মদদে বহিস্কৃত ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের লোকজন এ হামলা করেছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিক সদ্য কারামুক্ত হওয়ায় তার গ্রুপের নেতাকর্মীরা ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা জিরো পয়েন্টে বালুর ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে সংবর্ধনা সভার আয়োজন করেন। এ সময় আবদুল আউয়াল মিন্টুর হাজার হাজার নেতাকর্মী নিয়ে গাড়ি বহর আটকা পড়েন। পরে পুলিশ এসে বালুর ট্রাক সরিয়ে দিলে তিনি পরবর্তী সভার উদ্দেশ্যে যান। এ সময় বহরে থাকা নেতা কর্মীদের সাথে সংঘর্ষের আহতের ঘটনা ঘটে।

এদিকে, অভিযুক্ত কাজী জামসেদুর রহমান ফটিক হামলার বিষয়টি অস্বীকার করে জানান, আকবর হোসেনের লোকজনের হামলায় আমাদের ৮ জন আহত হয়েছে।

এ ব্যাপারে দাগনভূঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনা শুনেছি। তবে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।


Top