আজ || মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ    
 


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

{"data":{"pictureId":"7d2f392c896943e3afa6d8ceca602049","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

বিশেষ প্রতিবেদক:

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন হামাদ টাউনের উদ্যোগে করা হয় এর আয়োজন।

সোমবার দেশটির হামাদ টাউন আয়েশা মসজিদে স্থানীয় সময় রাত ৯ টায় মাওলানা জাহিদুল ইসলামের পবিএ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে

ও আক্তারুজ্জামান সরকারের পরিচালনায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিসনেস ফোরামের সভাপতি আইনুল হক, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদদীন

বিএনপি বাহরাইন শাখার আহ্বায়ক কমিটির
আহ্বায়ক মো. রুহুল আমিন,

হামদ টাউন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মানিক মিয়া মনির,

হাজী সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, আবদুস সালাম, খোকন, সাগর,

আবুল কালাম হৃদয়, আলম, রুবেল।

বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মিয়া,

সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম চুন্নু, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম আকন, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন।

মিজানুর রহমান, কামাল উদ্দিন, মো. সেলিম, মো. রবিউল ইসলাম রবি, জাহাঙ্গীর আলম,

ফিরোজ আলম কিরণ, শাহ আলম সওদাগর, সলতান হাওলাদার, হাফেজ শাহ জাহান, সহ অনেকে।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দীর্ঘায়ু কামনা করে

বিশেষ দোয়া ও মুনাজাত করেন মাওলানা মনিরুল ইসলাম।


Top