
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে সঠিকভাবে নিবন্ধন করার লক্ষে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় দুপুর ২: টায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি-এর সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বাহরাইনস্থ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেত্রীবৃন্দ, পেশাজীবি, ব্যবসায়ীবৃন্দ এবং সংবাদকর্মী ও অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত প্রবাসী ভোটার নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র, অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ভোট প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান প্রত্যেকে যেন বাংলাদেশ ইলেকশন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে সময়মতো নিবন্ধন সম্পন্ন করেন।

পরিশেষে রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

এবং বাহরাইনে বসবাসরত সকল বাংলাদেশীদেরকে দায়িত্বশীলভাবে ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুরোধ জানান।
