আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


চন্দনাইশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের আহবায়ক কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি :

চন্দনাইশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ চন্দনাইশ শাখার কমিটি গঠনকল্পে এক সভা দোহাজারী সদর অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ২৭ নভেম্বর বিকেলে সর্বসম্মতিক্রমে দেশ রূপান্তরের চন্দনাইশ প্রতিনিধি নুরুল আলমকে আহ্বায়ক, কোয়ালিটি টিভির চন্দনাইশ প্রতিনিধি এমএ হামিদকে সদস্য সচিব করে ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবিদুর রহমান বাবুল(যুগান্তর), এমএ মুছা (সংবাদ), আবু তালেব আনছারী(ভোরের কাগজ), মো. এরশাদ (সমকাল), মো. আজিমুশ শানুল হক দস্তগীর (স্টার বাংলা টিভি) মোজাহেরুল কাদের(ভোরের ডাক), সৈকত দাশ ইমন(জনকন্ঠ), শাহাদাত হোসেন(পূর্বদেশ), ফয়সাল চৌধুরী (সি প্লাস টিভি), জাহাঙ্গীর আলম চৌধুরী ( দেশ বার্তা), জনি আচার্য্য(বাংলাদেশ সমাচার), নাছির উদ্দীন(বিজয় টিভি), শহিদুল ইসলাম (মানবকণ্ঠ),এসএম জাকির(স্বাধীন সংবাদ), কামরুল ইসলাম মোস্তফা ( ইনফো বাংলা), ফায়জুল হক দস্তগীর(স্বাধীন সংবাদ), মাঈন উদ্দীন (দিনকাল), মো. আরাফাত হোসেন(আলোকিত দেশ), ইফতেখারুল ইসলাম তিশন (সিটিজি ক্রাইম)।

নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা করেন।


Top