আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


সোনাগাজীতে মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল, কামালের বিরুদ্ধে থানায় অভিযোগ

ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল, কামালের বিরুদ্ধে থানায় অভিযোগফেনীর সোনাগাজী উপজেলার চরডুব্বা গ্রামে এক মুক্তিযোদ্ধার ক্রয়কৃত জায়গা জবরদখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করেন স্থানীয় কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

জানা যায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান একই গ্রামের সফর আলীর কাছ থেকে ১৯৮৪ সালে ২ শতক জায়গা খরিদ করেন।

অভিযোগ সূত্রে ও মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বলেন, চরডুব্বা গ্রামের আবদুর গফুরের ছেলে কামাল একজন দুষ্ট স্বভাবের, হাংগামা সৃষ্টিকারী ও জোর জুলুমবাজ। গায়ের জোরে আইন-কানুন ও সামাজিক শালিস ব্যবস্থা কিছুই মানে না। প্রকাশ থাকে যে, ২৯৪ চরডুব্বা মৌজার সাবেক ১৩৫ খতিয়ানের সাবেক ৫৫৯ দাগে ২ শতক বাদীর খরিদা সস্পত্তি বটে যাহা দিয়ারা ৭৪ নং চরডুব্বা মৌজার দিয়ারা ১২৪ নং খতিয়ানের ১১৭৩ দাগে বিগত ২৮/১০/১৯৮৪ সালে রেজিষ্ট্রিকৃত ৯৭৪১নং ছাপ কবলা দলিল মূলে আমি খরিদ করিয়া সরকারি খাজনা পরিশোধক্রমে মারিক দখলকার আছি।

আমাকে নিরীহ পাইয়া দুষ্ট বিবাদী উক্ত সম্পত্তির ভেগ দখলে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আছিতেছে। এইসব বিষয়ে সামাজিকভাবে শালিস দরবার আয়োজন করিলে বিবাদী প্রভাবশালী হওয়ায় তালবাহানা করিয়া সামাজিক শালিসে হাজির হয় নাই। ঘটনার সময় ৯/১২/২০২০ইং বিকাল অনুমান ৪টায় আমি বর্ণিত জায়গা দেখতে গেলে দুষ্ট বিবাদী আমাকে অশালীন ভাষায় গালি গালাজ করিয়া প্রকাশ্যে হুমকি দেয়। আমাকে আমার খরিদা সম্পত্তি সুখে শান্তিতে ভোগ দখল করিতে দিবে না।

আমি সম্পত্তির ভোগ দখলে গেলে কিংবা আইনের আশ্রয়ে গেলে আমাকে সুবিধামত পাইলে মারপিট খুন-জখম করিবে এমনকি আমাকে হত্যা করিয়া লাশগুম করিবে। বাদানুবাদের এক পর্যায়ে বিবাদী আমাকে আক্রমণ করিতে উদ্যত হইলে উপস্থিত লোকজনের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করিয়া প্রাণে রক্ষা পাই। এই সকল অবস্থার আলোকে নিরুপায় হইয়া প্রতিকার পাইতে থানায় অভিযোগ করিলাম। যাহার নং- ৫৫১।

তিনি আরো বলেন, স্থানীয় সমাজপতিদের কাছে মৌখিক অভিযোগ করেছি। কামাল সালিশদার হওয়ায় কেউ তার বিচার করতে রাজি হচ্ছেনা।

এ ব্যপারে কামাল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ২ শতক জায়গা ক্রয় করেছে কিন্তু তার জায়গা রাস্তার পার্শ্বে। রাস্তা প্রশস্থ হওয়া জায়গা কমে যায়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তিযোদ্ধার অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Top