আজ || সোমবার, ২৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!       মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে ১৭১ জন       বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা    
 


বাহরাইনে সিয়াম শাহ্ বিজনেস গ্রুপের পক্ষ থেকে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাহরাইন প্রতিনিধি :

বাহরাইনে সিয়াম শাহ্ বিজনেস গ্রুপের পক্ষ থেকে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাহরাইনে কর্মহীন হয়ে পড়া অসহায় প্রবাসীদের মাঝে ষষ্ঠ বারের তম উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দীর্ঘদিন থেকে সফলতার সাথে পরিচালিত বাংলাদেশী মালিকানাধীন সিয়াম শাহ্ বিজনেস গ্রুপ।

(২৭ শে ডিসেম্বর) দেশটির রাজধানী মানামায়
প্রতিষ্ঠান টির চেয়ারম্যান শেখ মোহাম্মদ সিয়াম শাহ্’র নেতৃত্বে এ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর জনকল্যান পরিষদ বাহরাইন শাখার সভাপতি মো.সেলিম দড়ি। মাদারীপুর জেলা সোসাইটির সভাপতি মো. সাহাবউদ্দিন সিকদার।

সিয়াম শাহ্ বিজনেস গ্রুপের ম্যানেজার
সিহাব শাহ্।

সিয়াম শাহ্ বিজনেস গ্রুপের সুপারভাইজার সেলিম মিয়া।

ম্যানেজিং ডাইরেকটর রনজন সিং, আরো উপস্থিত ছিলেন লোকমান আকন, মো.আলমাস, মো. ইসমাইল মোল্লা, রাজীব শিকদার,মো. শাহীন, সালাম ফরাজী, মামুন, চুন্নু,জনি সহ সিয়াম শাহ্ বিজনেস গ্রুপের কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ

শেখ মোহাম্মদ সিয়াম শাহ্ বলেন বিশ্ব আজ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত। এতে করে প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের এই দুঃসময়ে আমি আমার সাধ্য অনুযায়ী প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। মহামারিতে
এই সহযোগিতা অব্যাহত থাকবে।


Top