আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞাঁ উপজেলার সিন্দুরপুরে বসতবাড়ী নিয়ে দু’পক্ষের মারামারি, আহত-৫

বিশেষ প্রতিনিধি :

ফেনী দাগনভূঞাঁ উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের সেকান্দর পুর গ্রামে বসতবাড়ী নিয়ে দু’পক্ষের মারামারিতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার সেকান্দরপুরের হাসান আলী ভুঞা বাড়ীর অলি আহম্মদের স্ত্রী জোহরা আক্তার। নাসরিন আক্তার। আইরিন আক্তার। আতিক উল্লাহ। এবং অপর পক্ষের মনোয়ারা বেগম।

অলি আহাম্মদের স্ত্রী জোহরা আক্তার ও মামলার এজাহার থেকে জানা যায়, একই বাড়ির কামাল উদ্দিন ২ বছর আগে অলি আহাম্মদের চলাচলের রাস্তায় জায়গা পাবে বলে দালান ঘর তোলে । যার কারণে অলি আহম্মদের পরিবারের লোকজন কামাল উদ্দিনের দালান ঘর ঘেষে চলাচল করতে হয়।

প্রতিদিনের ন্যায় (২০ আগষ্ট) শুক্রবার ১১ টার সময় অলি আহম্মদের ছেলে ঐ পথ দিয়ে যাওয়ার সময় কামাল উদ্দিন ছেলেটিকে মারধর করে। এতে অলি আহাম্মদের স্ত্রী জোহরা আক্তার ঘর থেকে ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে কামাল উদ্দিন জোহরাকেও মারধর শুরু করে। এসময় মা এবং ছোট ভাইয়ের শোর চিৎকার শুনে নাসরিন ও আইরিন এবং অলি আহম্মদের ভাই আতিকুল আলম ঘর থেকে বাহিরে বের হয়ে আসলে কামাল উদ্দিন ও তার স্ত্রী সন্তান মিলে তাদের বেদম প্রহার করে। এতে নাসরিন, আইরিন ও আতিকুল আলম গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন আহতদের দাগনভূঞাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জোহরা, আতিকুল ও আইরিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও বড় মেয়ে নাসরিন গুরুতর আহত ফেনী ২৫০ শয্যা হাসাপাতালে রেপায়ার করেন এবং সেখানে চিকিৎসা প্রদান করেন।

পরে অলি আহম্মদের ভাতিজা বাদী হয়ে দাগনভূঞাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ১/ কামাল উদ্দিন (৫৫) পিতা- মৃত হাবিব উল্লাহ। ২/ আল আমিন (১৮), পিতা- কামাল উদ্দিন। ৩ / মনোয়ারা বেগম (৪৫) স্বামী কামাল উদ্দিন। ৪/ জোসনা আক্তার হোনাই (৪০) পিতা- মৃত হাবিব উল্লাহ।
৫/ মর্জিনা আক্তার চুমকি (৩০) ৬/ পপি (২৫) উভয় পিতা- কামাল উদ্দিন।

 

নাম না বলার শর্তে বাড়ীর একজন জানান, এসময় কামালের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) এবং মেয়ে পপি (২৫) জখম হন।


Top