আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


নীলফামারীর ডিমলায় (বিএমএফএস) এর কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)এর কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকালে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক ডিমলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ডিমলা উপজেলা বিএমএসএফ’র আহবায়ক কমিটির সদস্য সরদার ফজলুল হক ও জসিম উদ্দিন নাগর।

এতে মোট ২৮টি ভোটের মধ্যে ২৪টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়াদিগন্তের ডিমলা উপজেলা প্রতিনিধি সরদার ফজলুল হক। সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় দৈনিক জনতা পত্রিকার ডিমলা প্রতিনিধি মহিনুল ইসলাম সুজন ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় দৈনিক প্রথম খবরের নুরনবী ইসলাম মানিক নির্বাচিত হয়েছে। এছাড়া অন্যসব পদের বিপরীতেও ভোটাভোটির মাধ্যমে কমিটি গঠন করা হয়।

এ সময় ডিমলা প্রেসক্লাবের সভাপতি ও ডিমলা উপজেলা বিএমএসএফ’র আহবায়ক মাজহারুল ইসলাম লিটন, সদস্য সচিব সহিদুল ইসলাম, ডিমলা প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন কবীর, আলতাফ হোসেন চৌধুরীসহ বিএমএসএফ’র সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিফোরাম(বিএমএসএফ)এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বলেন, ডিমলা উপজেলায় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও দাবি আদায়ে আগামী ১ বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।


Top