আজ || রবিবার, ১০ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীতে সাংবাদিক আবদুর রহিমের উপর হামলা ৪ বালুখেকোর এর বিরুদ্ধে মামলা       ফেনীর বিতর্কিত ডিসি, মুছাম্মৎ শাহীনাকে বদলি, নতুন ডিসি হলেন সাইফুল ইসলাম       ফেনীর দাগনভূঞায় বিদেশি মদসহ মাদকদ্রব্য উদ্ধার       জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে যুবদল বাহরাইন বেনিজুমরা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় প্রিন্সিপাল এম.এ হোসেনকে সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী       ফেনীতে নাগরিক ব্লাড ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ফেনীর দাগনভূঞায় জাতীয় সমবায় দিবস পালিত       ফেনী ইউনিভার্সিটিতে সাইবারজগতে ঝুঁকি ও করণীয় বিষয়ক সেশন অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ইকো”র আত্মপ্রকাশ    
 


দূতালয় প্রধান মো. রবিউল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুপার স্টার FC কমিউনিটির নেতৃবৃন্দ

মো.স্বপন মজুমদার :

দূতালয় প্রধান মো. রবিউল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুপার স্টার FC কমিউনিটির নেতৃবৃন্দ

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মো.রবিউল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইনের সুপার স্টার FC কমিউনিটির নেতৃবৃন্দরা

বুধবার (১২ জানুয়ারি ) দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমে স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় দূতালয় প্রধানের সঙ্গে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় দূতালয় প্রধান মো.রবিউল ইসলাম কে তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং একটি সম্মাননা ক্রেস্ট হাতে তোলে দেন সুপার স্টার FC কমিউনিটির নেতৃবৃন্দরা

এ সময় উপস্থিত ছিলেন সুপার স্টার FC কমিউনিটির সভাপতি এম.এম.এ শামিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা,

সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সম্পাদক মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক হাসান খান, ম্যানেজার মো. কাওছার আহম্মেদ,

অধিনায়ক মো.বাহার, উপদেষ্ঠা মো. শামছুল হক,

এসময় আরো উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, মো. তাউছ,

মো.কবির, তাজ উদ্দিন, মো.কামাল, মো. রোমান, ময়নুল হোসেন, মো. কামরুল প্রমুখ।

এসময় দূতালয় প্রধান সকাইকে বাহরাইন সরকারের করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম মেনে চলে

 

প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।


Top