
নিজস্ব প্রতিবেদক:
বিকাশ দেব নাথ এর ছেলে সূবর্ণ দেব নাথ রামের ৪তম জম্মদিন উদযাপন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন হামাদ টাউন শাখার সভাপতি বিকাশ দেব নাথ এর একমাএ ছেলে সূবর্ণ দেব নাথ রাম এর ৪তম জম্মদিন উদযাপন করা হয়েছে।

২৫ মার্চ (শুক্রবার) রাত ৯ টায় দেশটির হামাদ টাউন আল্মাইফারাহ রেস্টুরেন্টে জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

ছেলের ৪তম জন্মদিনে বিকাশ দেব নাথ প্রবাসী ও দেশবাসীর কাছে আশীর্বাদ চেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যিশু,

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অভিনাশ পাল,

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী অনুকুল দেব নাথ,

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি মানিক দাস,

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সাধারণ সম্পাদক বিষ্ণু পদ দেব,

সত্যব্রত দেব, বিপুল দেব, বাসু দেব, নন্দন মজুমদার,

রিপন দেবনাথ, চিত্ত রঞ্জন দেবনাথ, ছোটন দেবনাথ, সিতু দেবনাথ,

মাখন সূত্রধর, খোকন দেবনাথ,

সঞ্জয় দেবনাথ, আব্দুর রহমান, মো. আরিফ সহ প্রবাসী বাংলাদেশিরা।








