আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


ফেনী পৌর ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আরমান, সাধারণ সম্পাদক আসিফ

মো.স্বপন মজুমদার :  

দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফেনী পৌর ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার ফেনী পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরফাত রাজু ও সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এম এ আরমান হোসেন কে সভাপতি ও আসিফ জাহিন নিহাল কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ১৬/মে/ ঘোষণা করা হয়।

কমিটির সদস্য হলেন-

১/ সভাপতি এম এ আরমান হোসেন।

২/সহ- সভাপতি মো.মেহেদী হাসান।

৩/সহ- সভাপতি ইবনুল শাহীন শাওন।

৪/সহ- সভাপতি মো.এমরান হোসেন ভুইয়া।

৫/সহ- সভাপতি তানজিদ আহম্মদ তিশান।

৬/সহ- সভাপতি আস্রাফুল ইসলাম নিহাদ।

৭/সাধারণ সম্পাদক- আসিফ জাহিন নিহাল।

৮/যুগ্ম সাধারণ সম্পাদক- আজহারুল ইসলাম চৌধুরী (রাতুল)।

৯/যুগ্ম সাধারণ সম্পাদক- রাকিবুল ইসলাম।

১০/যুগ্ম সাধারণ সম্পাদক- তানজিদুল ইসলাম তানজিদ।

১১/সাংগঠনিক সম্পাদক- মো. জিদান হোসেন।

১২/সাংগঠনিক সম্পাদক- মিথুন পাটোয়ারী।

১৩/প্রচার সম্পাদক- নুরুল আলম রাব্বী।

১৪/দপ্তর সম্পাদক- সুলতান হায়দার ইসমাঈল।

১৫/গ্রন্হনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- ঈমাম হোসেন রনি (আদর)।

১৬/শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক- শাওন হাওলাদার।

১৭/সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আরমান হোসেন।

১৮/সমাজ সেবা বিষয়ক সম্পাদক- নাজমুল হোসেন রিফাত ইমন।

১৯/ক্রীড়া বিষয়ক সম্পাদক- নুর হোসেন রাসেল (আনন্দ)।

২০/পাঠাগার বিষয়ক সম্পাদক- আবু বক্কর ছিদ্দিক।

২১/তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- আকিবুল হাসান মেহদী।

২২/অর্থ বিষয়ক সম্পাদক- সৈকত হোসেন।

২৩/আইন বিষয়ক সম্পাদক- আকাশ হোসেন সাব্বির।

২৪/পরিবেশ বিষয়ক সম্পাদক- মো.সাইফুল হাওলাদার।

২৫/বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- হৃদয় রায় সূর্য।

২৬/ধর্ম বিষয়ক সম্পাদক- মো. ওসামা।

২৭/গণ শিক্ষা বিষয়ক সম্পাদক- মো.শাকিল।

২৮/ ক্রাণ ও দূর্যোক বিষয়ক সম্পাদক- আরফাত হোসেন।

২৯/সহ সম্পাদক- ওমর ফারুক রিমন।

৩০/সহ সম্পাদক- মো. সাইদ সৈকত।

৩১/সহ সম্পাদক- মীর মেহেরাব হোসেন (নিরব)।

৩২/সহ সম্পাদক- রোমান ইসলাম।

৩৩সহ সম্পাদক- রাকিবুল ইসলাম।

৩৪/সদস্য- জাহিদুল ইসলাম (ইপক)।

৩৫/সদস্য- তানিম হোসেন।

৩৬/সদস্য- ইস্রাফিল সৈকত।

৩৭/সদস্য- মেহদী হাসান ভুইয়া।

৩৮/সদস্য- গোলাম মোরশেদ খান (রিমন)।

৩৯/সদস্য- নাঈম হোসেন।

৪০/সদস্য- মোহাইমিনুল ইসলাম (মাহি)।

৪১/সদস্য- মো. রিমন।


Top