আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


ফেনীর মোহাম্মদ আলী দুলা মিয়া রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ফেনী প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দুলামিয়া রাস্তার মাথায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা যানজটের পর যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাস এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে মহিপাল হাইওয়ে থানায় রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম রিয়াজ উদ্দিন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। আরেকজন কুমিল্লার সদর উপজেলা দুর্গাপুর গ্রামের কাভার্ডভ্যান চালক নাজমুল হাসান।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল জানান, আহতদের ফেনী জেনারেল হাসপাতাল থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হচ্ছে ফেনী জেলার ফোরকান মিয়া, ঢাকার আমির হামজা, চট্টগ্রামের সুজন দাস। তাদের সবার অবস্থা গুরুতর। আহত অন্যরা হলেন- আবুল কালাম, আরিফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্র রাউযান সরকার, আব্দুল হান্নান ও নয়ন।

স্থানীয় বাসিন্দা নুরুদ্দিন জানান, বেলা ১১টার দিকে বিকট শব্দে সংঘর্ষ হয়।তখন লোকজন গিয়ে দেখে গাড়িতে থাকা লোকজন দুটি গাড়ির মাঝখানে আটকে আছে। অনেককে কেটে বের করতে হয়েছে। নিহত ৪ জনের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

 


Top