আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


বৈধ করণ প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশনে আয় সর্বোচ্চ রেকর্ড সেলাংগর রাজ্যে

মেহেদী হাসান মালয়েশিয়া প্রতিনিধি:

সেলাঙ্গর রাজ্যে লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম ( RTK ) 2.0 অ্যাপ্লিকেশনের জন্য সর্বোচ্চ সংখ্যক রেকর্ড করেছে, এই বছরের জানুয়ারি থেকে ১০ই মে পর্যন্ত লেভি এবং জরিমানা ( কম্পাউন্ডে) ১শত মিলিয়ন রিঙ্গিত এর বেশি সংগ্রহ করা হয়েছে।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ডক্টর মুহাম্মদ সাহমি জাফর বলেন, ১৮২৭৫৪জন অবৈধ অভিবাসীর আবেদন ও নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। তিনি আরোও বলেন, যে বেশি সংখ্যক আবেদনের ক্ষেত্রে অবদান রাখার কারণগুলোর মধ্যে হল একটি, সেলাঙ্গর একটি শিল্পাঞ্চল আর এই কারখানা গুলো সবচেয়ে বেশি বিদেশি কর্মী কাজ করেন।

প্রাপ্ত মোট আবেদনের মধ্যে ২০৭৯৪ টি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে এবং ১৯৬৯৯ টি অনুমোদিত হয়েছে, গতকাল শুক্রবার (১২ই মে) এখানে ইমিগ্রেশন বিভাগে বিদেশী গৃহকর্মীদের জন্য RTK 2.0 বাস্তবায়ন পর্যবেক্ষণ করার পর তিনি এক সংবাদ সম্মেলনে বলেন।

RTK 2.0 প্রোগ্রামটি হল গৃহকর্মী সহ বিদেশী কর্মীদের বৈধ করা।মুহাম্মদ সাহমির মতে, সেলাঙ্গরে ৭২৫০ জন সক্রিয় বিদেশী গৃহকর্মী রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইন্দোনেশিয়া (৪৬৮৬ ) এবং ফিলিপাইন (২০৯১ ) এবং ভিয়েতনাম (২১ ) এর পরে।

তিনি বলেন, বিদেশী গৃহকর্মীদের জন্য অনুমোদিত উৎস দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল এবং লাওস রয়েছে।

সেলাঙ্গরে বিদেশী গৃহকর্মীদের জন্য RTK 2.0 প্রোগ্রামের পরিসংখ্যানের ভিত্তিতে, তিনি বলেন, মোট ৭৩৩টি আবেদন গ্রহণ করা হয়েছে।


Top