আজ || বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


দাগনভূঞায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স’র গ্রাহক সমাবেশ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ দাগনভূঞা উপজেলা কার্যালয়ের আয়োজনে গ্রাহক সমাবেশ, বীমাদাবী হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে স্থানীয় স্টার রেডিসন কনভেনশন হল এ অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিমাই কুমার সাহা।

এসময় প্রধান অতিথি জীবন বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, বীমা জীবন ও সঞ্চয় এশটি গুরুত্বপূর্ণ বিষয়। সঞ্চয়ের মাধ্যমে মানুষের জীবনে আর্থিক অসচ্ছলতাকে দূরে কওে অসহায় জীবনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে পারে। আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ। অন্যান্য দেশের মত বাংলাদেশের অর্থনীতিতেও বীমা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীমার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চালু করেছেন। গ্রাহকদের টাকা নিয়ে কোনো ধরনের হয়রানি স্বীকার হতে না হয় সে জন্য অনলাইন ডিজিটাল সেবা চালু করা হয়েছে। বীমা খাতের উন্নয়নে মানুষের আস্থার সংকট কাটিয়ে ওঠাই এই খাতের সংশ্লিষ্ট সকলের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই খাতের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স দাগনভূঞা শাখার জিএম ও ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া এর সভাপতিত্বে ও চৌধুরী হাট শাখার এজিম ও ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কুমিল্লা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারাধন কুমার বড়ুয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা মডেল শাখা কার্যালয়ের ডিজিএম কামাল হোসেন নিজামী, মহিপাল শাখা কার্যালয়ের এজিএম, নোয়াখালী শাখা কার্যালয়ের ডিজিএম মোঃ ইউসুফ, বেকের বাজার শাখা কার্যালয়ের এজিএম ও ইনচার্জ মোঃ শাহ আলম, সেনবাগ কার্যালয়ের এজিএম ও ইনচার্জ মোঃ ওমর ফারুক ও সোনাইমুড়ী শাখা কার্যালয়ের এজিএম মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। শেষে মেয়াদোত্তর বীমাদাবীর ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।


Top