আজ || রবিবার, ২৭ জুলাই ২০২৫
শিরোনাম :
  পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!       মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে ১৭১ জন       বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা    
 


অপপ্রচারের বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন বাহরাইন প্রবাসী মো. ছাদের হোসেন ছাদেক

বিশেষ প্রতিবেদক:

জীবনের নিরাপত্তা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কুমিল্লা তিতাস উপজেলার বাহরাইন প্রবাসী ও বাংলাদেশ বিসনেস কমিউনিটির সহ সভাপতি মো. ছাদের হোসেন ছাদেক।

শনিবার স্থানীয় সময় রাত ৯ টায় বাংলাদেশ বিসনেস কমিউনিটির কনফারেন্স লহ রুমে এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহমদ, ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন মিয়া, বাংলাদেশ বিসনেস কমিউনিটির সভাপতি হায়াৎ উল্লাহ মল্লিক,

বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মাজারুল হক নয়ন, বাংলাদেশ বিসনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ,

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কায়েছ আহমেদ, বাংলাদেশ বিসনেস কমিউনিটির সহ সভাপতি সাবের আহমেদ,

আরো উপস্থিত ছিলেন মামুন মজুমদার, নাজমুল হাসান (সোহাগ) তাজ উদ্দিন, মো. সেলিম, আনোয়ার হোসেন, মো. মকবুল হোসেন মুকুল,

শেখ ইমরান, নজরুল ইসলাম নাহিদ, রুবেল মাহমুদ, মো.হাসেম সহ সাংবাদিক বিন্দ।

এমন পরিস্থিতিতে ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে আব্দুল করিম মুন্সী, মো. রাসেল, সফিক আহমেদ, সুফিয়ান,
কে অভিযুক্ত করে বাংলাদেশ দূতাবাসে একটি লিখিত অভিযোগ করেন মো. ছাদের হোসেন ছাদেক।

এসময় ভুক্তভোগী কুমিল্লা তিতাসের স্থানীয় সংসদ সদস্য, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


Top