আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনীতে এফ ইউ সেন্ট্রাল ক্লাবের উদ্যোগে এক্সিকিউটিভ কমিটির রিসিপশন, ফেয়ারওয়েল ২০২৩ অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে এফ ইউ সেন্ট্রাল ক্লাবের উদ্যোগে ‘এক্সিকিউটিভ কমিটির রিসিপশন এবং ফেয়ারওয়েল ২০২৩’ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার দুপুর ১২ টায় ফেনী ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল ইউনুস।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর গুরুত্ব তুলে ধরে অধ্যাপক জামালউদ্দীন আহমদ বলেন, তোমরা যতোবেশি সম্ভব খেলাধুলা, ডিবেইট সহ যেকোনো একটিভিটিতে অংশগ্রহণ করবে। বিশ্বের সব জায়গাতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে খুব বেশি মূল্যায়ন করা হয়।

এসব কাজ তোমাদের নেতৃত্বের গুণাবলি বিকশিত করবে। কীভাবে তুমি অন্যের মতামতকে শ্রদ্ধা করবে তাও এখান থেকে শিখতে পারবে। এছাড়া তোমাদের যোগাযোগ দক্ষতা, দায়িত্বজ্ঞান ও আত্ববিশ্বাস বৃদ্ধিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস।

এই সংস্থায় বিদায়ী এবং নতুন কমিটিতে আগত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য শেষ করেন। সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল ইউনুস ক্লাবের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তোমরা যেকোনো প্রয়োজনে আমাদের জানাতে পারো। আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করবো।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ, রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, প্রক্টর ও আইন বিভাগের সহকারি অধ্যাপক মো: আয়াতুল্লাহ সহ ফেনী ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ড. এম জামালউদ্দীন আমদ।

পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ২৭ তম ব্যাচের শিক্ষার্থী পূজা রানী দাস।


Top