আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় কৃষকের মাঝে ৬১ লাখ ৯২ হাজার টাকা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞায় কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় দাগনভূঞা উপজেলা কৃষি ঋণ কমিটির উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি নিবেদিত চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক দাগনভূঞা শাখা ব্যবস্থাপক ও উপজেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব এ.কে.এম ছদর উদ্দিন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জুলফিকার হায়দার ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষি উৎপাদন বাড়াতে ও প্রান্তিক জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করতে সরকার কাজ করে যাচ্ছেন। তাই সরকারের পাশাপাশি প্রকৃত কৃষকদের মাঝে এধরণের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ বাড়ানোর আহ্বান জানান এবং কৃষি ঋণ জন্য কোনো কৃষক যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সোনালী ব্যাংক দাগনভূঞা শাখার অফিসার সোহেল রহমান।

শেষে উপজেলার ৫৮ জন কৃষকের মাঝে ৬১ লাখ ৯২ হাজার প্রকাশ্যে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।


Top