আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনী ইউনিভার্সিটিতে উৎসব মুখর পরিবেশে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ বসন্ত বরণ উৎসব – ১৪৩০’। সকাল ১১ টায় উৎসব মুখর পরিবেশে বসন্ত বরণ উৎসব শুরু হয়ে দিনভর চলতে থাকে।

ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ বসন্ত উৎসবের উদ্বোধন করেন।

এতে আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: মোস্তফা কামাল, পরীক্ষা নিয়ন্ত্রণক মোহাম্মদ হারুন আল রশীদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম সহ বিভাগীয় প্রধান, ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জামালউদ্দীন আহমদ সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান। ইউনিভার্সিটির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন এবং অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে তিনি বসন্ত বরণ উৎসবের সব স্টল পরিদর্শন করেন।

স্টলে বেচাকেনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবকে প্রানবন্ত করে রাখেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।


Top