আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর ছমিভূঞারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দাগনভূঞা উপজেলা শাখার ইউনিট ম্যানেজার মোঃ হানিফ রাজু’র সভাপতিত্বে ও আবু যোবায়ের রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম সোহেল, পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী বদরুদ্দোজা মামুন, প্রবাসী রফিকুল আলম ও সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে কাজী ক্রীড়াচক্র দল ১-০ গোলে নবচেতনা ক্রীড়াচক্র দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পরিশেষে  বিজয়ী ও পরাজিত দলকে এবং উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


Top