আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


কালান্তর গোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট গিয়াস,সম্পাদক মোহাম্মদ ফারুক

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘‘কালান্তর গোষ্ঠীর’’ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি কালান্তর গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক পান্না লাল পাল স্বাক্ষরিত অ্যাডভোকেট গিয়াস উদ্দীনকে সভাপতি ও মোহাম্মদ ফারুককে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোষ্ঠীর কার্যালয়ে কার্যকরী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালান্তর গোষ্ঠীর সাবেক সহ সভাপতি নাছির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক পান্না লাল পাল, কার্যকরী সভাপতি মোঃ ইলিয়াছ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া আজাদ, যুগ্ম সম্পাদক নেজাম উদ্দিন, কোষাধ্যক্ষ আবু নাছের ফিরোজ, সহকারী ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক আবদুল কুদ্দুছ, আবদুর রাজ্জাক, সংস্কৃতি ও সেমিনার সম্পাদক পলাশ চন্দ্র দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সদস্য বাবুল দত্ত, মোহাম্মদ ফারুক, জাকের হোসেন, আবুল বাশার ও সায়েম আবেদীন। সভায় জহুর হোসেন চৌধুরী গ্রন্থাগারকে গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডকে আরো বেগবান করার উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও গ্রন্থাগারের পাঠক বৃদ্ধি করা ও নতুন সদস্য সংগ্রহসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। কালান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অ্যাডভোকেট জয়নাল আবেদীনের মৃত্যুতে গোষ্ঠীকে সঠিক পথে এগিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকার ঘোষণা করা হয়। উল্লেখ্য, কালান্তর গোষ্ঠীর গঠনতন্ত্র অনুযায়ী (পদাধিকার বলে) গোষ্ঠীর সভাপতি/সম্পাদক জহুর হোসেন চৌধুরী গ্রন্থাগারের সভাপতি/সম্পাদকের দায়িত্ব পালন করবেন।


Top