ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনায় অবৈধভাবে গ্যাস লাইন নিয়ে ব্যবহার করায় গ্যাস আইন ২০১০ অনুযায়ী অভিযুক্ত এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার মোবাইলকোর্ট অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত উপজেলার নামার বাজারে এই অভিযান পরিচালনা করেন।এ অভিযানে দাগনভূঞাঁ নামার বাজারে জারীকৃত নির্দেশনা অমান্য করে অবৈধ গ্যাস সংযোগ করায় এক ব্যক্তিকে ১ লক্ষ এবং মাস্ক পরিধান না করায় মোট দুইটি মামলায় ১ লক্ষ ১ হাজর টাকা অর্থদণ্ড করা হয়।
তিনি জানান, শেষ পর্যন্ত এই অভিযান পরিচালনা অব্যহত থাকবে।