আজ || শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


আকবরের মামলা থেকে সড়ে দাঁড়ালেন তার আইনজীবী

আকবরের মামলা থেকে সড়ে দাঁড়ালেন তার আইনজীবী

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান নামের যুবক হত্যার দায়ে অভিযুক্ত পুলিশের বহিস্কৃত এসআই আকবরের পক্ষে জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তে কোনো অ্যাডভোকেট মামলা লড়বেননা বলে জানিয়েছিল। কিন্তু এর পরেও তার পক্ষে দাঁড়িয়েছিলেন্রর অ্যাডভোকেট মিসবাউর রহমান আলম নামের এক আইনজীবী। অবশেষে তিনিও সড়ে দাঁড়ালেন আকবরের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আকবরের পক্ষে তিনি যে ওকালতনামা আদালতে দায়ের করেছিলেন তা সারেন্ডার করেছেন। একইসাথে এ বিষয়ে একটি আবেদনও দাখিল করেছেন আদালতে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) অ্যাডভোকেট মিসবাউর রহমান জানান, আইন পেশায় অনেক ধরণের হত্যা মামলা পরিচালনা করেছি। আমার কাছে রায়হান হত্যা মামলাও তেমন মনে হয়েছিল। তাই পেশাগত কারণেই মামলাটি গ্রহণ করি। অর্থ প্রাপ্তিই আসল উদ্দেশ্য নয়।

তিনি আরও বলেন, প্রতিটা বিচারকার্যেই আসামীপক্ষে আইনজীবী না থাকলে কিংবা আইনজীবী নিয়োগে অক্ষম থাকলে রাষ্ট্র থেকে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয় যাতে বিচার প্রক্রিয়া সহজ হয়ে যায়। এই চিন্তা থেকেই আমি আকবরের পক্ষে মামলা পরিচালনার সিদ্ধান্ত নেই। কিন্তু অনেকেই আমার সিনিয়রকে নিয়ে বাজে মন্তব্য করায় আকবরের পক্ষ থেকে সড়ে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, আকবর কোনো আইনজীবী না পেলে মামলার বিচার কাজ সঠিকভাবে হবে না। এটা রায়হানের পরিবারের জন্যও ভাল হবে না, আইনের জন্যও না।

 


Top