আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


আকবরের মামলা থেকে সড়ে দাঁড়ালেন তার আইনজীবী

আকবরের মামলা থেকে সড়ে দাঁড়ালেন তার আইনজীবী

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান নামের যুবক হত্যার দায়ে অভিযুক্ত পুলিশের বহিস্কৃত এসআই আকবরের পক্ষে জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তে কোনো অ্যাডভোকেট মামলা লড়বেননা বলে জানিয়েছিল। কিন্তু এর পরেও তার পক্ষে দাঁড়িয়েছিলেন্রর অ্যাডভোকেট মিসবাউর রহমান আলম নামের এক আইনজীবী। অবশেষে তিনিও সড়ে দাঁড়ালেন আকবরের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আকবরের পক্ষে তিনি যে ওকালতনামা আদালতে দায়ের করেছিলেন তা সারেন্ডার করেছেন। একইসাথে এ বিষয়ে একটি আবেদনও দাখিল করেছেন আদালতে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) অ্যাডভোকেট মিসবাউর রহমান জানান, আইন পেশায় অনেক ধরণের হত্যা মামলা পরিচালনা করেছি। আমার কাছে রায়হান হত্যা মামলাও তেমন মনে হয়েছিল। তাই পেশাগত কারণেই মামলাটি গ্রহণ করি। অর্থ প্রাপ্তিই আসল উদ্দেশ্য নয়।

তিনি আরও বলেন, প্রতিটা বিচারকার্যেই আসামীপক্ষে আইনজীবী না থাকলে কিংবা আইনজীবী নিয়োগে অক্ষম থাকলে রাষ্ট্র থেকে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয় যাতে বিচার প্রক্রিয়া সহজ হয়ে যায়। এই চিন্তা থেকেই আমি আকবরের পক্ষে মামলা পরিচালনার সিদ্ধান্ত নেই। কিন্তু অনেকেই আমার সিনিয়রকে নিয়ে বাজে মন্তব্য করায় আকবরের পক্ষ থেকে সড়ে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, আকবর কোনো আইনজীবী না পেলে মামলার বিচার কাজ সঠিকভাবে হবে না। এটা রায়হানের পরিবারের জন্যও ভাল হবে না, আইনের জন্যও না।

 


Top