আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


এন আর বি কাতার টিম এর অফলাইন সম্পর্ক উন্নয়ন মিট আপ ও সেরা ভলেন্টিয়ার সংবর্ধনা

মোশারফ হোসেন জনী

নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন এর শিক্ষা নিয়ে কাতার টিম থেকে গড়ে উঠা প্রতিষ্ঠান “ট্রেড মার্ক গ্রুপ” এর হল রুমে গতরাত ৮ ঘটিকায় ট্রেড মার্ক গ্রুপের অন্যতম সফল উদ্যোগতা জনাব “সি.এম. হাসান ” এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সম্মানীত কান্ট্রি এম্বাসেডর হাবিব মোহতাসিম এর সঞ্ছলনায়, ফাউন্ডেশনের কমিউনিটি ভলান্টিয়ার আনিসুর রহমান এর কোরআন তেলোয়াত এবং আল তায়েফ এগ্রোর স্বত্তাধিকার সাইফুল ইসলামের শপথ বাক্য পাঠ এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোর ভলান্টিয়ার সি.এম. হাসান নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন এর উদ্যোশ্য ও লক্ষ্যগুলো আলোচনা করেন।

অনুষ্ঠানে সেরা ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ ট্রেডিং এর কর্ণধার আনিসুর রহমান কে সেরা ভলান্টিয়ার এবং ট্রেড মার্ক গ্রুপকে সেরা পোগ্রাম আয়োজক হিসাবে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থীত ছিলেন ট্রেড মার্ক গ্রুপের উদ্যোগতা বর্গ ইঞ্জি: ইয়াকুব খন্দকার, মনিরুল ইসলাম, আবু হানিফ সহ ফাউন্ডেশনের কমিউনিটি ভলান্টিয়ার তাজুল ইসলাম, হাবিব খান, আবু বক্কর সিদ্দিক, আল আমিন খান, সম্মানীত সদস্য ইকবাল হোসেন সুমন, নোমান ইউসূফ, জাহাঙ্গীর আলম, কাজী লোকমান, জিয়া উদ্দিন, ওমর ফারুখ সহ আরো বেশ কিছু নতুন সদস্য।

সবশেষে নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন এর সম্মানীত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ স্যারের সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Top