আজ || বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধে বাইরে বের হতে পারবেন যারা

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ থাকবে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আর অতি জরুরি প্রয়োজনের মধ্যে প্রজ্ঞাপনে ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা ও মৃতদেহ সৎকারের কথা বলা হয়েছে।

বিধিনিষেধ চলাকালে আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন- কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ চলবে।

স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য বের হওয়া যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই টিকা নেয়ার কার্ড সঙ্গে থাকতে হবে।

ফার্মেসি ও ফার্মাসিটিক্যালসসহ অন্যান্য জরুরি বা অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্টরা পত্রিচয়পত্র সঙ্গে নিয়ে বাইরে বের হতে পারবেন।

রাজস্ব আদায় বিষয়ে কাজ, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি) প্রতিষ্ঠানে কর্মরতরা নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবেন।

বিধিনিষেধের বাইরে থাকবে গণমাধ্যম। বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক কর্মীরা লকডাউনে বের হতে পারবেন। তবে সেটি অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে।

যেহেতু শিল্পকারখানা খোলা রাখার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে শিল্প শ্রমিক ও কর্মকর্তা, কর্মচারীরাও পরিচয়পত্র বহন সাপেক্ষে চলাচলের অনুমতি পাচ্ছেন।

দেশের অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রাখা হলেও চালু থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল। এক্ষেত্রে বিদেশগামী যাত্রীরা তাদের ভ্রমণ টিকেট দেখিয়ে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।


Top