আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


কষ্টিপাথর ও রাজমিস্ত্রী কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে জন্য খুন হয় ইয়াছিন-ফেনীর পুলিশ সুপার

ফেনী প্রতিনিধি :

কষ্টিপাথর ও রাজমিস্ত্রী কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে নির্মাণ শ্রমিক ইয়াছিনকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এন এম নূরুজ্জামান, পরশুরাম মডেল থানার ওসি মো. শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, লাশ উদ্ধারের ঘটনায় নিহত ইয়াসিনের বড় ভাই হারুন বাদি হয়ে ছয় জনকে আসামি করে রোববার রাতে পরশুরাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সেলিম ছাড়াও এমাম হোসেন, মোশাররফ হোসেন, কুসুম, শাহনাজ ও সিএনজি চালক জামালকে আসামী করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, কষ্টিপাথর ও রাজমিস্ত্রী কাজ নিয়ে দ্বন্দ্ব ছিলো ইয়াসিনের সাথে সেলিমের। তার জের ধরে সেলিম তার পূর্ব পরিচিত মোশারফ ও কুসুমের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে ও ইয়াছিনকে হত্যার পরিকল্পনা করে। ওই পরিকল্পনার অংশ হিসেবে গত ১৩ এপ্রিল বিকাল শাহনাজ নামের এক মহিলাকে দিয়ে ইয়াসিনকে সুকৌশলে পরশুরাম থেকে ফেনী শহরের বনানী পাড়ার একটি বাসায় ডেকে আনেন সেলিম। এসময় ৫/৬ জন মিলে ইয়াসিনকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বস্তায় ভরে বাংলাদেশ ভারত সীমান্ত পিলার নং-২১৫-১২-এস এর ৫০ গজ অভ্যন্তরে রাঙ্গামাটিয়া গ্রামের কাঁটাতারের বেড়া সংলগ্ন স্থানে একটি খাদে মাটি চাপা দেয়।

এর আগে জিডির সূত্র ধরে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সেলিমকে আটক করে। গোয়েন্দা পুলিশের কাছে আটক সেলিমের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে রোববার বিকেলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পিবিআই, সিআইডি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), গোয়েন্দা পুলিশ, পরশুরাম থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল ভারতীয় সীমান্তবর্তী রাঙ্গামাটিয়া গ্রামের কাঁটাতারের বেড়া সংলগ্ন স্থানে যেয়ে খাদ থেকে নির্মাণ শ্রমিক ইয়াসিনের বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করে।

গোয়েন্দা পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল বিকেল থেকে নির্মাণ শ্রমিক ইয়াসিন নিখোঁজ হলে পরশুরাম থানায় সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি করেন তার বড় ভাই হারুন। পুলিশ দীর্ঘ তদন্তে গত ৮ মে ইয়াসিনে সহকর্মী নির্মাণ শ্রমিক মো. সেলিম ও সিএনজি অটোরিক্সা চালক আবুল কালামকে মধ্যম রাঙামাটিয়া এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।

নিহত ইয়াছিন জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মধ্যম রাঙ্গামাটিয়া গ্রামের হাসান আহমেদের ছেলে। গ্রেপ্তার মো. সেলিম (৩৩) একই গ্রামের আবুল কালামের ছেলে।

 


Top