আজ || রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


ঘুষ গ্রহণের অভিযোগে নারায়ণগঞ্জের সেই এসআই শামীম সাময়িক বরখাস্ত

ঘুষ গ্রহণের অভিযোগে নারায়ণগঞ্জের সেই এসআই শামীম সাময়িক বরখাস্ত

নারায়ণগঞ্জে কিশোরী অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগে তিন আসামির কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি আদায় এবং ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা শামীম আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়ার পর ওই কিশোরী ফিরে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে তদন্ত কর্মকর্তার ব্যাপারে নানা অভিযোগ উঠলে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার এটি এম মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। অভিযুক্ত এসআই শামীম আল মামুনের পেশাদারিত্ব ও অসদাচরণের চিত্র ফুটে উঠেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় বলে জানান তিনি।

সেই সুপারিশের ভিত্তিতে এস আই শামীম আল মামুনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সুপার জানান।

গত ৪ জুলাই স্কুলছাত্রী কিশোরী নিখোঁজ হলে একমাস পর ৬ আগস্ট তার বাবা অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে। পরে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে মরদেহ ফেলে দেয়ার কথা স্বীকার করে ৯ আগস্ট আদালতে জবানবন্দি দেয় তারা। ২৩ আগস্ট ওই কিশোরী জীবিত ফিরে এলে পুলিশের তদন্ত ও আদালতে দেয়া আসামিদের জবানবন্দি প্রশ্নবিদ্ধ হয়। একই সাথে আসামি পরিবারের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠে তদন্ত কর্মকর্তা এস আই শামীমের বিরুদ্ধে। পরে তাকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।


Top