দাগনভূঁইয়া সংবাদদাতা:
ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ও সোনাগাজী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার, তাসলিম হুসাইন’দের নির্দেশে, বিধি মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাব। বলছিলেন দাগনভূঁইয়া থানার ওসি লুৎফর রহমান।
অদ্য ২৩-শে জানুয়ারী’২৫ রোজ বৃহস্পতিবার, একান্ত সাক্ষাৎকালে, সাম্প্রতিক উত্থাপিত প্রসঙ্গ “সরব চাঁদাবাজ” বিষয়ে জানতে চাইলে। দাগনভূঁইয়া থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে অভিযোগ পেলে-ই ব্যাবস্থা নিতে পুলিশ ডিপার্টমেন্টের নির্দেশ আছে। তিনি (চাঁদাবাজ) যত বড় শক্তিশালী লোক হন না কেন? অভিযোগ পেলে-ই ব্যাবস্থা নেয়া হবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের উধ্বর্তন স্যারদের মত, মনেহয় বলতে পারি, “হয় চাঁদাবাজরা থাকবে, না হয় আমি (ওসি) তথা পুলিশ থাকবে” পুলিশ ডিপার্টমেন্টাল অর্ডার বাস্তবায়নে, তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে অভিমত ব্যাক্ত করেন।
সংশ্লিষ্ট সুত্রমতে, ফেনীর দাগনভূঁইয়া থানায়, অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, মোহাম্মদ লুৎফর রহমান যোগদান করার পর, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হয়েছে বলে একাধিক সুএ নিশ্চিত করেছে। তিনি ইতিপূর্বে অভিযান চালিয়ে, মদ-গাজা ও একাধিক ইয়াবা চালান উদ্ধার করেছেন এবং-কি বেশ কয়েকজন মাদক কারবারীকে-ও গ্রেফতার করতে, সক্ষম হয়েছেন। এছাড়া-ও চুরি, ডাকাতি, চিনতাই, রাহাজানি এবং কিশোর গ্যাং প্রতিরোধে, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান, প্রতিবেদককে, দাগনভূঁইয়ার নানান শ্রেনী পেশার মানুষ।