আজ || শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ       ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটুনি, ৬ দিনপর আহত যুবকের মৃত্যু       যে কোন মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে-ফেনীর সোনাগাজীতে জনসভায় তারেক রহমান    
 


চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে, দাগনভূঁইয়া থানার ওসি লুৎফর রহমান

দাগনভূঁইয়া সংবাদদাতা:
ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ও সোনাগাজী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার, তাসলিম হুসাইন’দের নির্দেশে, বিধি মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাব। বলছিলেন দাগনভূঁইয়া থানার ওসি লুৎফর রহমান।

অদ্য ২৩-শে জানুয়ারী’২৫ রোজ বৃহস্পতিবার, একান্ত সাক্ষাৎকালে, সাম্প্রতিক উত্থাপিত প্রসঙ্গ “সরব চাঁদাবাজ” বিষয়ে জানতে চাইলে। দাগনভূঁইয়া থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে অভিযোগ পেলে-ই ব্যাবস্থা নিতে পুলিশ ডিপার্টমেন্টের নির্দেশ আছে। তিনি (চাঁদাবাজ) যত বড় শক্তিশালী লোক হন না কেন? অভিযোগ পেলে-ই ব্যাবস্থা নেয়া হবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের উধ্বর্তন স্যারদের মত, মনেহয় বলতে পারি, “হয় চাঁদাবাজরা থাকবে, না হয় আমি (ওসি) তথা পুলিশ থাকবে” পুলিশ ডিপার্টমেন্টাল অর্ডার বাস্তবায়নে, তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে অভিমত ব্যাক্ত করেন।

সংশ্লিষ্ট সুত্রমতে, ফেনীর দাগনভূঁইয়া থানায়, অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, মোহাম্মদ লুৎফর রহমান যোগদান করার পর, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হয়েছে বলে একাধিক সুএ নিশ্চিত করেছে। তিনি ইতিপূর্বে অভিযান চালিয়ে, মদ-গাজা ও একাধিক ইয়াবা চালান উদ্ধার করেছেন এবং-কি বেশ কয়েকজন মাদক কারবারীকে-ও গ্রেফতার করতে, সক্ষম হয়েছেন। এছাড়া-ও চুরি, ডাকাতি, চিনতাই, রাহাজানি এবং কিশোর গ্যাং প্রতিরোধে, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান, প্রতিবেদককে, দাগনভূঁইয়ার নানান শ্রেনী পেশার মানুষ।


Top