আজ || মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


জর্ডানে বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় দেশটিতে ফিরতে পারবেন করোনায় আটকে পড়া প্রবাসীরা

রাশেদ কাদের 

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় দেশটিতে ফিরতে পারবেন করোনায় আটকে পড়া প্রবাসীরা!

জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল পেইজে ঘোষণা দেওয়া হয় যে, জর্ডান প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১৭ মার্চ ২০২০ তারিখের পূর্বে বাংলাদেশে ছুটিতে গিয়ে যেসব প্রবাসী বাংলাদেশি আটকে পড়েছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টার ফলে তাদের ফিরে আসার জন্য জর্ডান সরকার নতুন ভিসা/অনুমতি প্রদান করা শুরু করেছে। ফলে যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে তারাও নির্দিষ্ট প্রক্রিয়া এবং বিধিসমূহ অনুসরণ করে জর্ডানে ফিরতে পারবেন।

১। যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ আছে তাদের নিন্মলিখিত ডকুমেন্টস সমুহের প্রয়োজন হবে-
• মেয়াদ সম্বলিত আকামা ও তাছরিয়া
• www.visitjordan.gov.jo হতে প্রাপ্ত কিউআর কোড সম্বলিত অনুমতিপত্র
• ট্রাভেল ইনস্যুরেন্স
• করোনা টেস্ট (নেগেটিভ পিসিআর রিপোর্ট)

২। যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের নিন্মলিখিত ডকুমেন্টস সমুহের প্রয়োজন হবে-
• প্রত্যেকের নিয়োগকর্তা (কফিল) কর্তৃক জর্ডানের মিনিষ্ট্রি অফ ইন্টিরিয়র (ওজারাতুত দাখিলিয়া) হতে ভিসা/অনুমতি সংগ্রহ করতে হবে।
• জর্ডানের ইন্টেরিয়র মন্ত্রণালয় কর্তৃক নতুন ভাবে ইস্যুকৃত বর্ধিত মেয়াদের ভিসা জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়ন করতে হবে।
• বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র (দূতাবাস হতে ভিসা সত্যায়ন এবং প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য ভিসা/অনুমতির মূলকপি ও তার ইংরেজি অনুবাদ, পাসপোর্টের কপি, আকামা ও তাছরিয়ার কপি নির্ধারিত সরকারি ফি সহ কফিল কর্তৃক বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে)।
• মেয়াদ উত্তীর্ণ আকামা ও তাছরিয়া
• www.visitjordan.gov.jo হতে প্রাপ্ত কিউআর কোড সম্বলিত অনুমতিপত্র
• ট্রাভেল ইনস্যুরেন্স
• করোনা টেষ্ট (নেগেটিভ পিসিআর রিপোর্ট) জর্ডান সরকারের ঘোষনা অনুযায়ী জর্ডানে প্রবেশের জন্য উল্লিখিত কাগজপত্র বাংলাদেশ ও জর্ডানের বিমানবন্দরে প্রদর্শনের জন্য সাথে বহন করতে হবে।


Top